• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০১৬, ০২:১০ পিএম
পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সোনালীনিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভার নির্বাচনে আজ ভোটগ্রহণ চলছে। প্রথম পর্যায়ে জঙ্গলমহলের ১৮টি আসনে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত এসব আসনে ৪৫ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে।
পশ্চিম মেদিনীপুরের ৬টি, বাঁকুড়ার ৩টি ও পুরুলিয়ার ৯টি আসনে ভোট চলছে। এই আসনগুলোর অধিকাংশই এক সময় মাওবাদী প্রভাবিত ছিল। তাই এসব আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরুলিয়ায় আধা-সামরিক বাহিনীর ১৭২ কোম্পানি, বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর ৬২ কোম্পানি এবং পশ্চিম মেদিনীপুরে আধা-সামরিক বাহিনীর ১০৫ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মাওবাদী প্রভাবিত এলাকায় প্রতি ভোটকেন্দ্রে ৮ জন করে জওয়ান পাহারা দেবে। অন্য এলাকায় কেন্দ্র প্রতি ৪ জন করে জওয়ান মোতায়েন থাকছে।
১৮টি আসনে মোট বুথ সংখ্যা ৪ হাজার ৯৪৫টি। এর মধ্যে ১ হাজার ৯৬২টি বুথ অতি স্পর্শকাতর এবং ১ হাজার ৭৪১টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ১৩৩ জন প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!