• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর বয়সেই ৭০ বার অপারেশন!


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ১৪, ২০১৭, ০২:৩৫ পিএম
পাঁচ বছর বয়সেই ৭০ বার অপারেশন!

ঢাকা: অগ্নিদগ্ধ হওয়ার পর সৌদি শিশু শাহাদের এ পর্যন্ত ৭০ বার অপারেশন করা হয়েছে। দুই বছর বয়সে আগুনে খাবারের নালী ও পাকস্থলী পুড়ে যায় শাহাদের।

এত বার অপারেশন হওয়ার পরও নিজে কিছু গিলে খেতে পারে না শাহাদ। পাকস্থলীর সঙ্গে সংযুক্ত টিউবের মাধ্যমে শাহাদকে খাওয়ানো হয়। শাহাদের বয়স এখন পাঁচ বছর। যতই দিন যাচ্ছে শাহাদের অবস্থা ততই খারাপ হচ্ছে। শাহাদের বাবা হুসাইন আল-খিদাইশ এখন তার মেয়েকে সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।  

তিনি জানান, তার দুই বছরের সেই ফুটফুটে মেয়ে আগুনে পুড়ে যাওয়ার পর আর কখনোই স্বাভাবিক হয়নি। প্রথমে আল-খোবারের সাদ হাসপাতাল, এর পর রিয়াদের কিং ফাহাদ মেডিক্যাল সিটি, তার পর কিং খালেদ ইউনিভার্সিটি হাসপাতাল- শাহাদকে নিয়ে সব জায়গায় ঘোরা হয়েছে হুসাইন আল-খিদাইশের। কিন্তু মেয়ে আর সুস্থ হয়নি। তারপরও আশা ছাড়েননি। সরকারি সহায়তা পেলে উন্নত চিকিৎসার জন্য মেয়েকে বিদেশে নিতে চান শাহাদের বাবা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!