• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ মিনিটে শেষ হয়ে গেল রাজ্জাকের ১০ লাখ টাকার টাইগার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০১৯, ০৭:৩২ পিএম
পাঁচ মিনিটে শেষ হয়ে গেল রাজ্জাকের ১০ লাখ টাকার টাইগার

ঢাকা: বিক্রির আশায় নিয়ে আসা টাইগার নামে প্রায় ৩০ মণ ওজনের একটি গরু তীব্র গরমে স্ট্রোক করে মারা গেছে। গাবতলীর কোরবানির হাটে বেশি দামে হাঁকানো গরুটির মালিক মেহেরপুর জেলার আব্দুর রাজ্জাক। 

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গাবতলী পশুর হাটে তীব্র গরমে স্ট্রোক করে গরুটির মৃত্যু হয়।

আশাহত হয়ে আব্দুর রাজ্জাক জানান, টাইগারকে ৮/১০ লাখ টাকায় বিক্রি করার আশা ছিল। আজ সকালেও গরুটি ভালো ছিল।

তিনি আরো বলেন, গোসল করানোর পর হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মণি উল্টে গেছে। এরপর ধপাস করে গরুটি মাটিতে পড়ে যায়।

তিনি জানান, অসুস্থ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টাইগার নামের গরুটি মারা যায়। প্রায় দেড় বছর আগে ১ লাখ ৭২ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছিলেন তিনি। পাঁচ লাখ টাকায় ব্যাপারীরা গরুটি বাড়িতে থাকা অবস্থায় কিনতে চেয়েছিল। কিন্তু বেশি দামের আশায় টাইগারকে গাবতলী এসেছিলেন তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!