• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ মিনিটেই কবিতা!


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০১৬, ০৪:৫০ পিএম
পাঁচ মিনিটেই কবিতা!

সোনালীনিউজ ডেস্ক
কবিতা শিল্পের একটি শাখা। যেখানে ভাষার নান্দনিক গুণাবলির পাশাপাশি ধারণাগত এবং শব্দার্থিক বিষয়বস্তু তুলে ধরা হয়। কবিতার রয়েছে দীর্ঘ ইতিহাস। কবিতা সম্ভবত সাহিত্যের আদিতম শাখা। তবে এই কবিতাই মিলছে মাত্র পাঁচ মিনিটে! যেকোনো বিষয়ে তার একটি বা দুটি শব্দ বলে দিলেই মিলবে পুরো কবিতা।

এমন তাৎক্ষণিক কবি ও কবিতার দেখা মিললো বাংলা একাডেমির ৮১নং স্টলের 'মুনসুন লেটার্স" পাবলিকেশন্সে। পাঁচ মিনিটের এই কবিতাকে তারা নাম দিয়েছেন ‘ফ্ল্যাশ পয়েট্রি’ নামে।

এ বিষয়ে স্টলের দায়িত্বপ্রাপ্ত সাদাত বলেন, ‘শিল্পের কোনো স্থান কাল সময় বেঁধে দেয়া থাকে না। পাঠকসমাজের মধ্যে কবিতার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষে আমরা তাৎক্ষণিক কবিতা ইভেন্টের আয়োজন করি। যারা সময় নিয়ে কবিতা পড়ার আগ্রহ পাচ্ছে না তাদের দৃষ্টি আকর্ষণ আমাদের লক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মিনহাজের পাঁচ মিনিটের কবিতার কিছু অংশ তুলে ধরা হলো:

"শিশুর গুঞ্জন পাখির কোলাহল

মনের আবির রঙে কুয়াশাজল

প্রতিভার সত্য প্রমাণে

বইমেলায় আমার পদচারণে"

মেলায় আগত সবার জন্য তাদের এ ব্যবস্থা। যে কেউ চাইলেই কবিতা লিখিয়ে নিতে পারবেন, এর জন্য কোনো ফি দিতে হবে না। দেখা গেল একজন শুধু তার নাম বলেছে, সেটা দিয়েই ১৫ লাইনের কবিতা লিখে দিয়েছেন ওই কবি। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কবিতা লিখেন তারা।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!