• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁঠা বলি দিতে গিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন


চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ১৯, ২০১৯, ০৩:০৪ পিএম
পাঁঠা বলি দিতে গিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন

চট্টগ্রাম: মনসা পূজায় পাঁঠা বলিদানের সময় ব্রাহ্মণের অসাবধানতায় খড়গে (রাম দা) আদিনাথ দে (৩০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়ে যায়। চট্টগ্রামের রাউজানে রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার সময় উপজেলার বাগোয়ান ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোয়েপাড়ায় রোববার ১২টার দিকে মনসা পূজা উপলক্ষে ব্রাহ্মণ খড়গ দিয়ে পাঁঠা বলি দিতে যান। এ সময় উপরে থাকা ইলেকট্রিক তারে লাগলে খড়গটি পাঁঠা চেপে ধরা আদিনাথের বাম হাতের ওপর পড়ে। এতে হাত কেটে গেলে বাম হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিয়ে বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া বলেন, মনসা পূজায় ব্রাহ্মণ পাঁঠা বলিদানের সময় উপরে থাকা তারের সঙ্গে খড়গটি লেগে স্থানীয় আদিনাথ নামের এক যুবকের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!