• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন ইমরুল


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০২০, ০৭:৫৯ পিএম
পাকিস্তান সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন ইমরুল

ঢাকা: সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফরম্যান্স করেও চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তবে টেস্টে সুযোগ পেলে কাজে লাগাতে চান এ ওপেনার। পাকিস্তান সিরিজে নিরাপত্তা শঙ্কায় থাকলেও তিন ধাপে পাকিস্তান যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ইমরুল। 
 
ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশের ক্রিকেটের অখ্যাত নক্ষত্র। বিপিএলে ভালো খেলেছেন। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহর অনুপুস্থিতিতে চট্টগ্রামকে প্লে অফে তুলেছেন। তবে কপাল খারাপ ইমরুল কায়েসের। বিপিএলের শেষ ম্যাচে ক্যাচ নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে পান চোট। ওটাই ছিটকে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। 

তবে দু'সপ্তাহের বিশ্রাম শেষে ফিরতে পারেন টেস্টে। ক্রিকেটের এলিট সংস্করণে সুযোগ পেলে কাজে লাগাতে চান। এ নিয়ে ইমরুল কায়েস বলেন, আমি আসলে জানি না টিমে আছি কিনা। যদি থাকি তবে সেভাবে পরিকল্পনা করবো। বাড়তি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। টেস্ট খেলার আগে একটা সময় পাওয়া যাবে, বাংলাদেশ দল টি-২০ খেলে ফিরে আসবে। এক সপ্তাহ পর আবার যাবে। এর মধ্যে সমন্বয় হয়ে যাবে। পাকিস্তান সিরিজ শঙ্কার নাম ইমরুলের কাছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে তিন ধাপে পাকিস্তান যাওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিনি। 

এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টিতে আলাদা ইমরুল। বিপিএলে ৫০ ছুঁই ছুঁই গড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৪২ রান। যা এবারের বিপিএলে ৬ষ্ঠ সর্বোচ্চ। অভিজ্ঞতার কারণে নির্বাচকদের দৃষ্টিতে ছিলেন। তার দল শেষ চারে এসে থেমে গেছে। তবে এবারের বিপিএল ভারসাম্যপূর্ণ হয়েছে বললেন এই ওপেনার।

আর এবারের বিপিএল তরুণদের উঠে আসার মঞ্চ। তার প্রমাণ হাসান মাহমুদের মত উদীয়মান ক্রিকেটারদের পাকিস্তান সিরিজে সুযোগ পাওয়া। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!