• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারাতেই মাঠে নামবে বাংলাদেশ বলছেন মিরাজ


ক্রীড়া প্রতিবেদক মে ২৬, ২০১৯, ১২:৩৫ এএম
পাকিস্তানকে হারাতেই মাঠে নামবে বাংলাদেশ বলছেন মিরাজ

ছবি সংগৃহীত

ঢাকা: নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরে গেছে পাকিস্তান। রোববার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। ভেুন্য কার্ডিফের সোফিয়া গার্ডেন। এই ভেন্যুতে বাংলাদেশের অতীত সুখস্মৃতিও রয়েছে। ২০০৫ সালে এখানেই মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক সেঞ্চুরিতে বাংলাদেশ হারিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে। আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ হারিয়েছিল নিউজিল্যান্ডকে। সেই পয়মন্ত মাঠেই বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। অন্য ম্যাচগুলোর মতো এ ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

ইংল্যান্ডের সঙ্গে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম প্রস্তুতি ম্যাচেও হেরে গেছে পাকিস্তান। সবমিলিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসে চিড় ধরেছে সরফরাজ আহমেদের দলের। তাই বলে ভাবার কারণ নেই বাংলাদেশ ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে। অন্তত মেহেদি হাসান মিরাজের কথা শুনে সেটি মনে হবে না। রোববার তিনি সংবাদমাধ্যমের সামনে বলে গেলেন, ‘মোটেও গা-ছাড়া ভাব নিয়ে খেলব না। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচ ভালো খেলতে পারলে বিশ্বকাপের ম্যাচে গিয়ে আরও সহজ মনে হবে। জানেনই তো, বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকবে। এখানে যদি শতভাগ দিতে পারি, ওখানে কাজটা সহজ হয়ে যাবে।’

পরিসংখ্যান জানাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চার ওয়ানডেতেই জয়ী দলের নাম বাংলাদেশ। কদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল। অন্যদিকে, টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান। মিরাজ জানালেন, শুধু গা গরম করার জন্য নয় ম্যাচটা তারা জয়ের জন্যই খেলবেন, ‘ম্যাচ জিতলে অনেক আত্মবিশ্বাসী হওয়া যায়। প্রস্তুতি ম্যাচ, এটা আমাদের মাথায় নেই। অবশ্যই আমাদের জিততে হবে। যেটা বললাম, ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি, ওটা ধরে রাখতে পারলে আশা করি ভালো হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!