• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক মে ৬, ২০১৮, ১২:১৬ পিএম
পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৬

ঢাকা: পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৬ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৯ জন। পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের মারওয়াহ এলাকায় অবস্থিত ওই কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

দেশটির দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, খনিতে অ্যামোনিয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ৯ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে সূত্র জানিয়েছে। তবে মরদেহগুলো অনেক গভীরে হওয়ায় এর জন্য আরো সময় লাগতে পারে।

এর আগে ২০১১ সালে বেলুচিস্তানে গ্যাস বিস্ফোরণের আরেক ঘটনায় ৪০ জন নিহত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!