• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানের গোলাপি টেস্টের প্রস্তাব নিয়ে যা বলল বিসিবি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৯, ১১:৫১ এএম
পাকিস্তানের গোলাপি টেস্টের প্রস্তাব নিয়ে যা বলল বিসিবি

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিরা এখন বঙ্গবন্ধু বিপিএল নিয়ে ভীষণ ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই। এর মাঝেই ক্রিকেটের বিখ্যাত ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে গোলাপি বলে দিবারাত্রীর টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে।

এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান দেশের শীর্ষ একটি পত্রিকাকে বলেছেন, ‘আমাদের আগে সরকারের সংকেত পেতে হবে। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর এটা নিয়ে বসব। দিবারাত্রির টেস্টের চেয়ে আগে আমাদের কাছে গুরুত্বপূর্ণ সরকারের ছাড়পত্র পাওয়া। সরকারের সবুজ সংকেত না পাওয়ার আগে এসব নিয়ে কিছু বলার উপায় নেই।’

সফরই নিশ্চিত নয়। তাই সূচিও চূড়ান্ত হয়নি। ক্রিকইনফো বলছে, করাচি হতে পারে যে কোনো এক টেস্টের ভেন্যু। পিসিবি চাইছে এ মাঠেই দিবারাত্রির টেস্ট আয়োজন করতে। তবে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের আগে সরকারের ছাড়পত্র নিতে হবে। সেটা হলেই কেবল বলা যাবে তামিম-মুশফিকুররা পাকিস্তান সফরে যাচ্ছেন কিনা। আর তারওপরই নির্ভর করবে গোলাপি বলে টেস্ট খেলার বিষয়টি।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!