• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের প্রশংসা করে ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প!


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৩, ২০১৯, ০৯:১৬ এএম
পাকিস্তানের প্রশংসা করে ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প!

ঢাকা: সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রশংসা করে ভারতের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে আফগানিস্তান বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান কিছুটা হলেও সহায়তা করেছে। তবে ভারত একদমই করছে না। এটি কিন্তু ঠিক নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিয়ো নিউজের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। পাকিস্তান নিজেদের সীমার মধ্যে হলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভারত তেমন ভূমিকা পালন করছে না।

আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, ইরান, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি সাত হাজার মাইল দূর থেকে এসে এখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে পারে- তা হলে আফগানিস্তানের পাশের দেশ ভারত ও পাকিস্তান কেন আসে না।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!