• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিশ্বকাপের দলে ফিরলেন আমির-ওয়াহাব


ক্রীড়া ডেস্ক মে ২০, ২০১৯, ০৪:৩৬ পিএম
পাকিস্তানের বিশ্বকাপের দলে ফিরলেন আমির-ওয়াহাব

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ শুরু হতে আর কটা দিন বাকি। তার আগে পাকিস্তানের বিশ্বকাপের দলে বড় ধরণের রদবদল ঘটে গেল। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে সরফরাজ আহমেদের দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। পরের চারটি ম্যাচেই হেরেছে পাকিস্তান। এই চার ম্যাচে পাকিস্তানের বোলিং ব্যর্থতা চোখে পড়েছে। আর সে কারণেই পাক টিম ম্যানেজম্যান্ট পাকিস্তানের বিশ্বকাপ দলে বড়সড় পরিবর্তন আনল।

দলে ফিরলেন পাকিস্তানের অন্যতম সেরা মোহাম্মদ আমির৷ সেই সঙ্গে পেস আক্রমণে ফেরানো হলো ওয়াহাব রিয়াজকে৷ শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন আমির৷ পরের দু’বছরে ১৪টি ওয়ানডে’তে অবশ্য মাত্র ৫ উইকেট নিতে পেরেছিলেন৷ ফর্ম পড়তেই তাঁকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷

বিশ্বকাপের চূড়ান্ত দলে আমির-ওয়াহাবদের মতো অভিজ্ঞ পেসাররা ছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে সুযোগ করে নিলেন আসিফ আলি৷ দেশের জার্সিতে ১৬টি ওয়ানডেতে ম্যাটে ৩৪২ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুটি ফিফটি আলি৷

পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ফাহিম আশরাফু, জুনাইদ খান ও আবিদ আলি। অন্যদিকে, অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ থেকে স্পিনার শাদাব খান ছিটকে গেলেও বিশ্বকাপের দলে থাকলেন।

পাকিস্তানের ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল: সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলি, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন৷

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!