• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক মে ৭, ২০১৮, ০৯:৪৬ এএম
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল গুলিবিদ্ধ

ঢাকা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। রোববার (৬ মে) দেশটির নরওয়াল কাঞ্জরুর প্রদেশে এক মিটিংয়ের সময় তার ওপর গুলি চালানো হয়। ডান কাঁধে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পিস্তলসহ ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানায়, আক্রান্ত হবার পরপরই আহসান ইকবালকে বিভাগীয় কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এয়ারএ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজন হলে তাকে দ্রুত লাহোরে নেওয়ার সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

এদিকে গ্রেপ্তার পিস্তলধারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বিভাগীয় পুলিশ কর্মকর্তা ইমরান কিশোয়ারের উদ্ধৃতি নিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী যুবকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সে ৩০-বোর পিস্তল দিয়ে ১৮ মিটার দূর থেকে গুলি চালায়।

এদিকে পাঞ্জাব প্রদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!