• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাখির বাসা বাঁচাতে টানা ৩৫ দিন অন্ধকারে গ্রাম


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৫, ২০২০, ০৩:২৪ পিএম
পাখির বাসা বাঁচাতে টানা ৩৫ দিন অন্ধকারে গ্রাম

ঢাকা: বিদ্যুতের স্যুইচবোর্ডে বাসা বেঁধেছে পাখি। আর এই স্যুইচবোর্ডের উপরই নির্ভর করে গ্রামের স্ট্রিট লাইটের আলো জ্বলা ও নেভা। এরপর ডিম ও পাখীর বাচ্চাদের বাঁচাতে ৩৫ দিন অন্ধকারেই থাকল পুরো গ্রাম। এমন ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়। 

জানা যায়, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামের বিদ্যুতের মেইন স্যুইচবোর্ডের উপর বাসা বানায় পাখি। এরপর গ্রামবাসীরা প্রায় সবাই মিলে সিদ্ধান্ত নেয়, পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের না হওয়া পর্যন্ত ওই গ্রামে আলো জ্বালানো হবে না। করলেনও তাই। পাখির বাচ্চাদের বাঁচাতে এই ভরা বর্ষার মধ্যেও অন্ধকারে চলাফেরা করলেন গোটা গ্রামের লোকজন।

মোবাইলের টর্চ, টর্চ লাইট ব্যবহার করেই গ্রামবাসীরা এই ক’দিন রাস্তায় যাতায়াত করেছেন শুধুমাত্র পাখির বাঁচানোর জন্য।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!