• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
অস্ত্র মামলায়

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৮, ২০২০, ০২:৪৮ পিএম
পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত

ঢাকা: যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। এ মামলায় অভিযোগপত্রের ১২ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী।  এদিন তারা জেরা শেষ হওয়ায় রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলাটি পরবর্তী  বুধবার (৯ সেপ্টেম্বর) আত্মপক্ষ সমর্থনের জন্য  দিন ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ২৩ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

এর আগে ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র ( চার্জশিট) জমা দেন। মামলার চার্জশিট ১২ জনকে সাক্ষী করা হয়েছে। 

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!