• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
উপনির্বাচন উপলক্ষে

পাবনা-৪ আসনে ২৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২০, ০৭:০৫ পিএম
পাবনা-৪ আসনে ২৬ সেপ্টেম্বর সাধারণ ছুটি

ঢাকা: জাতীয় সংসদের পাবনা-৪ আসনের উপনির্বাচন উপলক্ষে এই আসনের আওতাধীন আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ (রিভাইসড আপ টু এপ্রিল ২০১৭)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক জাতীয় সংসদের ৭১ পাবনা-৪ এলাকায় (আটঘরিয়া ও ঈশ্বরদী) শূন্য আসনে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শনিবার সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত-কর্মকর্তা কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!