• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আইন সংশোধনের সুপ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৬, ০৯:০৪ পিএম
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আইন সংশোধনের সুপ

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে প্রয়াজনে সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, এম, আবদুল লতিফ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম (চিনু) এবং এম, এ, আউয়াল সভায় অংশগ্রহণ করেন। সভায় পার্বত্য জেলাসমূহে ইউএনডিপির কার্যক্রম, চাকুরীতে উপজাতি কোটায় অনগ্রসর উপজাতি বা আদিবাসীদেরকে অগ্রাধিকার দেয়ার বিষয়ে মতামত গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের অগ্রগতি উপর বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে বিভিন্ন সংস্থায় শূন্য জনবল নিয়োগের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে যেসব চাহিদা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে তার ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের বিষয়ে সুপারিশ করা হয়। সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেয়া হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, প্রধান বনসংরক্ষকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!