• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ-৫ এ সেরা ঢাকা বোর্ড


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ০২:১৫ পিএম
পাসের হারে এগিয়ে মাদ্রাসা, জিপিএ-৫ এ সেরা ঢাকা বোর্ড

ঢাকা : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের আটটি  শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩.৯৩। জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬। 

বধুবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

দেশের আটটি শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত পাসের হার ও জিপিএ-৫ 

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৬২ শতাংশ জিপিএ ৩,২৩৬ জন,
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৫৬ শতাংশ জিপিএ ২৫৪৩জন, 
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.০১ শতাংশ জিপিএ৫ পেয়েছে ১৮,১৮৬জন,  
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.১৯ শতাংশ জিপিএ৫ পেয়েছে ২,৮৬০ জন, 
দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭১.৭৮ শতাংশ, জিপিএ৫ পেয়েছে ৪,০৪৯ জন, 
সিলেট শিক্ষা বোর্ডে ৬৭.৫ শতাংশ জিপিএ৫ পেয়েছে ১,০৯৪ জন, 
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার-৭৬.৩৮ শতাংশ জিপিএ৫ পেয়েছে ৬,৭২৯ জন, 
যশোর শিক্ষা বোর্ডে পাসের হার-৭৫.৬৫ শতাংশ জিপিএ৫ পেয়েছে ৫,৩১২জন, 
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৬৫ শতাংশ জিপিএ৫ পেয়েছে ১,২০১জন, 
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭.৭৪ শতাংশ জিপিএ৫ পেয়েছে ২,৩৭৫ জন

এরআগে সকালে ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাপ্রতিমন্ত্রী। মাত্র ৫৫ দিনে পরীক্ষার ফলাফল প্রকাশ করায় এসময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানান। সেই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে তাঁর সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের কথা জানান।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!