• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিইসি পরীক্ষায় বহিষ্কারের বিধান বাতিল: হাইকোর্ট


আদালত প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২০, ০১:১০ পিএম
পিইসি পরীক্ষায় বহিষ্কারের বিধান বাতিল: হাইকোর্ট

ঢাকা: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করার বিষয়টি হাইকোর্টকে জানিয়েছে সরকার। তলবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক স্বশরীরে উপস্থিত হয়ে আদালতের কাছে এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পরীক্ষার্থীকে এখন থেকে আর বহিষ্কার করার সুযোগ নেই। এরই মধ্যে বহিষ্কার সংক্রান্ত ১১ নম্বর বিধি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৫ জানুয়ারী) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই তথ্য জানানো হয়।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!