• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিছিয়ে গেল অমর একুশে বইমেলা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২০, ০৭:৩৪ পিএম
পিছিয়ে গেল অমর একুশে বইমেলা

ঢাকা: আগামী ২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে।  আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী  এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘এবারের অমর একুশে গ্রন্থমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে।’

এদিকে, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু একই দিনে সরস্বতী পূজা হওয়ার কারণে ওই তারিখ পরিবর্তনের সোচ্চার হয়ে ওঠে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দল। পরে শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে ইসি। 

নতুন সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ হবে ১ ফেব্রুয়ারি। সরস্বতী পূজাকে কেন্দ্র করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ফলে বাংলা একাডেমিও অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের দিন এক দিন পিছিয়ে দেয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!