• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের উত্থানে সপ্তাহ শুরু


নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২০, ০৩:৪৪ পিএম
পুঁজিবাজারে সূচকের উত্থানে সপ্তাহ শুরু

ঢাকা : সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষ হয়েছে। 

রোববার (১২ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ দশমিক ৮৫ পয়েন্ট। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৬৭ দশমিক ৬৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমান কিছুটা কমলেও বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে ডিএসইএক্স সূচক ৩৭ দশমিক ৮৫ পয়েন্ট পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান নেয়। এছাড়া অন্য দু’সূচকের মধ্যে ডিএসইএক্স ইনডেক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৫৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ ইনডেক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২২২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের তুলনায় ৫১ লাখ টাকা কম।

রোববার ডিএসইতে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। তবে ফার্মা, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দিনের বাকি সময়ের লেনদেন হয় সূচকের ঊর্ধমুখী প্রবণতায়।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা ।

লেনদেনে এরপর রয়েছে- বিকন ফার্মা, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু সিরামিক ও গ্রামীণফোন লিমিটেড।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৯ পয়েন্টে। এদিন সিএসইতে মোট ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া মোট ২০৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টির।

সোনালীনিউজ/এলএ/এইচএস

Wordbridge School
Link copied!