• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেনের পরিমাণ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ০৩:১৫ পিএম
পুঁজিবাজারে সূচকের পতন, বেড়েছে লেনদেনের পরিমাণ

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। টানা পাঁচ কার্যদিবস উত্থান শেষে এদিন ৯ দশমিক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯ পয়েন্টে। তবে দিন শেষে বেড়েছে মোট লেনদেনের পরিমাণ।  কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে মোট লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের তুলনায় ৩০ কোটি টাকা বেশি। 

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমেছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার।  দ্বিতীয় স্থানে ছিল কেপিসিএল। শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা ।  লেনদেনে এরপর রয়েছে- ওরিয়ন ফার্মা, লার্ফাজ হোলসিম, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বেক্সিমকো লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, এমএল ডাইং এবং ইন্দো-বাংলা ফার্মা।

সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৩৬টির দর বেড়েছে, কমেছে ৭০টির। আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!