• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধু


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৮, ২০১৯, ১১:৪৬ এএম
পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধু

ঢাকা : ভারতের বিহারে পুত্র সন্তানের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত ৯টায় বক্সার জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই মহিলা এবং তাঁর স্বামী উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। গ্রামের লোকেদের মুখে শুনে উত্তরপ্রদেশ থেকে বিহারে এসেছিলেন ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে। তাঁদের ধারণা ছিল, ওই তান্ত্রিকের ওষুধ ম্যাজিকের মতো কাজ করে। পুত্র সন্তান তাঁদের হবেই।

সেই ভেবে তাঁরা বিহারের ব্রক্ষ্মবাবা মন্দিরে এসে তান্ত্রিকের সঙ্গে দেখা করেন। কিন্তু ততক্ষণে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তাই মন্দিরেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন।

ওই মহিলার স্বামী জানান, রাতে ঘুমের মধ্যেই ঘরে ৫ থেকে ৬ জন ব্যক্তি মন্দিরে ঢুকে তার মুখে ওষুধ মেশানো কাপড় চাপা দেন। তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। এর পরই তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

নির্যাতিতার স্বামী জানান, মুখে কাপড় চাপা দিয়ে তাকে অজ্ঞান করে ফেলায় তিনি কোনওভাবেই স্ত্রীকে উদ্ধার করতে পারেননি।

পরদিন অর্থাৎ সোমবার সকালে বক্সার থানায় গিয়ে তাঁরা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার ভাস্য অনুযায়ী, পুলিশ ২ দু’জনকে গ্রেফতার করেছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!