• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার করলেন মাশরাফি


ফরহাদ খান, নড়াইল জুন ৫, ২০১৮, ০৪:১২ পিএম
পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার করলেন মাশরাফি

নড়াইল : নড়াইলে পুলিশ সুপারের আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। জেলা পুলিশের আয়োজনে সোমবার (৪ জুন) সন্ধ্যায় পুলিশ লাইন্স মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম-এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ, জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন মুন্সী আছাদ-উজ-জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দীন, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, অ্যাডভোকেট রমা রানী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নাজমিন সুলতানা রোজী, জাতীয় মহিলা সংস্থার নড়াইল জেলার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নারী নেত্রী আঞ্জুমান আরা, ইসমত আরা, গুলশান আরা, পলি রহমান, সুইটি বিশ্বাসসহ নড়াইলের বিভিন্ন থানার ওসি, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন পেশার মানুষ। আন্তর্জাতিক ক্রিকেট তারকা মাশরাফি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!