• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশের রেশনে খাদ্যসামগ্রী পেল ২১০টি দরিদ্র পরিবার


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি এপ্রিল ২, ২০২০, ০১:১২ এএম
পুলিশের রেশনে খাদ্যসামগ্রী পেল ২১০টি দরিদ্র পরিবার

গাজীপুর : গাজীপুর জেলা পুলিশ সদস্যদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী জেলার ৫টি উপজেলার হতদরিদ্র-দিনমজুর মানুষের মাঝে বিতরণ করছে। এসব খাবার হতদরিদ্র ও দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। করাও হচ্ছে তাই।

বুধবার (১ এপ্রিল) থেকে গাজীপুরের পাঁচটি উপজেলায় এক যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে। এ সময়ে তাদেরকে এ দুর্যোগ মোকাবিলায় বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

সরেজমিনে দেখা গেছে, বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রত্যন্ত গ্রামে গ্রামে ২৩টি হতদরিদ্র ও দিনমজুর পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খাদ্যসামগ্রী বিতরণ করছে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপ-পরিদর্শক সাকিব হাসান প্রমুখ।   

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি লবন যা দিয়ে ওই পরিবারগুলো ১০ দিন পর্যন্ত খেতে পারবে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!