• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূজাকে নিয়ে জাজের নতুন মিশন ‘জিন’


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৯, ০৬:০৮ পিএম
পূজাকে নিয়ে জাজের নতুন মিশন ‘জিন’

পূজা চেরী

ঢাকা: আলোচিত নায়িকা পূজাকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া নতুন মিশনে নামছেন। আর সেই মিশনের নাম হল ‘জিন’। এরই মধ্যে জাজের ব্যানারে ২টি সিনেমা বাজিমাৎ করেছেন পূজা চেরী। রায়হান রাফী পরিচালিত পর পর দুটি সিনেমা হল ‘পোড়ামন-২’ ও ‘দহন’। সেই ধারা অব্যাহত রাখতে গেল ডিসেম্বরে এই তিনজনকে নিয়ে আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দেয় জাজ। সেটির শুটিং হবে মার্চে, কারণ নায়িকার এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে!

পরীক্ষার কারণে ছবির শুটিং বন্ধ থাকলেও পূজাকে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার পরিকল্পনা আর ঘোষণা থেমে নেই। যেমন, আজই (১৬ জানুয়ারি) জাজ প্রধান আবদুল আজিজ জানালেন পূজাকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের কথা। এটির নাম ‘জিন’। তাও আবার সত্যি ঘটনা অবলম্বনে!
প্রযোজক ও ছবিটির কাস্টিং ডিরেক্টর আবদুল আজিজ বললেন, ‘পূজা এতে অভিনয় করবেন মূল চরিত্রে। সঙ্গে থাকছেন রোশান। গল্পটা আমারই, তবে চিত্রনাট্য তৈরি করছেন আব্দুল্লাহ্ জহির বাবু।’

‘জিন’ এর প্রথম পোস্টার, ডানে পূজা

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাকে ভৌতিক সিনেমাও বলা যেতে পারে। ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। ছবিটি হবে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের ছবি আমাদের এখানে আর হয়নি।’
তিনি জানান, ‘জিন’-এ পূজা-রোশান ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে।

তবে সেটি ও এর পরিচালকের নাম পরে ঘোষণা করবো আমরা। তবে কি তৃতীয় চরিত্রটিতে দেখা যাবে সিয়ামকে? আর পরিচালক হিসেবে শোনা যাবে ফের একই নাম- রায়হান রাফী!

এমন সন্দেহের বিপরীতে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ছবিটি নির্মাণ করবেন অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী। যিনি একই ব্যানার থেকে নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। অন্যদিকে ‘জিন’-এর তৃতীয় চরিত্রটি সিয়ামের জন্যই তুলে রাখা হয়েছে বলে আরেকটি সূত্র জানিয়েছে।
এদিকে পূজা চেরীর চতুর্থ ছবি ‘প্রেম আমার ২’ মুক্তি পাচ্ছে ভারত-বাংলাদেশে একযোগে ২৫ জানুয়ারি। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনসের অর্থায়নে ছবিটি পরিচালনা করেছেন ভারতের বিদুলা ভট্টাচার্য। আর পূজার বিপরীতে এতে আছেন কলকাতার আদৃত।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!