• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূবালী ব্যাংকের অতি: ব্যবস্থাপনা পরিচালক হলেন মিজানুর রহমান


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০১৮, ০৪:০৭ পিএম
পূবালী ব্যাংকের অতি: ব্যবস্থাপনা পরিচালক হলেন মিজানুর রহমান

ঢাকা : পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক-১ হিসেবে মো. মিজানুর রহমান জোদ্দারকে নিয়োগ দিয়েছেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে মো. মিজানুর রহমান জোদ্দার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকে ক্লাস ওয়ান অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ ব্যাংকে তাঁর সুদীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে।

মো. মিজানুর রহমান জোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বিআইবিএম থেকে ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেছেন।

মো. মিজানুর রহমান জোদ্দার অগ্রণী ব্যাংক লি. ও আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লি. এর পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। তিনি দেশে বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন।
সোনালীনিউজ/ঢাকা/আরজে

Wordbridge School
Link copied!