• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ কেনা বন্ধের পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০১৯, ০৯:৫৮ পিএম
পেঁয়াজ কেনা বন্ধের পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা: পেঁয়াজের দাম শত ছাড়িয়ে বর্তমানে ১২০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। ভারত বিশ্ব বাজারে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই বাংলাদেশের বাজারে ব্যাপক হারে এর প্রভাব পরে। 

অন্যদিকে,পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা করে। এরই মধ্যে অভিযোগ উঠেছে ভারত রপ্তানি বন্ধ করায় দেশের সিণ্ডিকেটরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। দাম নিয়ন্ত্রণে আনতে তাই সুযোগ সন্ধানি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দুই দিনের মধ্যে দাম কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।   

বুধবার (০২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী। 

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে বলে জানিয়ে টিপু মুনশি বলেন, মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আরও ৪ থেকে ৫০০ টন আজ আসবে। আগামীকাল বা শুক্রবারের মধ্যে দাম ৬০ থেকে ৭০ টাকায় চলে আসবে বলে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, পেঁয়াজের দাম নির্ধারণ করতে শিগগির সবার সঙ্গে বসা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলে পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।  

তবে পেঁয়াজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে নিজেদের উৎপাদন বাড়ানোই একমাত্র সমাধান বলে মতামত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ উৎপাদনে নিজেদের সক্ষমতায় স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠাই একমাত্র স্থায়ী সমাধান। দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ কেনা বন্ধের পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সব ভোক্তা যদি একসঙ্গে কিছুদিন পেঁয়াজ না কিনে, তাহলে এর একটা প্রভাব বাজারে পড়বে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!