• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক


সজিব আলম, লালমনিরহাট নভেম্বর ১৭, ২০১৯, ০১:১৯ পিএম
পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক

লালমনিরহাট : পেঁয়াজ চুরির ভয়ে লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম অনেকটা কমবে বলে দাবি তাদের।

পেঁয়াজ ক্ষেতে পাহারা দেয়ার এরকমই এক ঘটনা দেখতে পাওয়া যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হলদিবাড়ি গ্রামে। পেঁয়াজ চুরির ভয়ে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন তারা ।

এদিকে ওই এলাকার কৃষক শফিকুল ইসলাম সোনালী নিউজকে জানান, ২০ থেকে ২৫ দিনের মধ্যে ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে পারবেন। দু-একদিন রোদে শুকিয়ে নেয়ার পরেই বিক্রির জন্য বাজারে তুলবেন এই দেশি পেয়াজ। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় রাত জেগে উঠতি পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে। এলাকা ভিত্তিক কয়েক দলে ভাগ হয়ে পর্যায়ক্রমে ক্ষেত পাহারা দিচ্ছেন তারা।

একই এলাকার কৃষক খাইরুল ইসলাম সোনালীনিউজকে বলেন, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে ২৫-২৮ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। প্রতি বিঘায় ৩০-৩৫ মণ পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হবে। প্রতি মণ পেঁয়াজ দেড় হাজার টাকা দরে বিক্রি হলে কিছুটা লাভ আসবে।

লালমনিরহাট জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বিধূ ভূষণ রায় সোনালীনিউজকে বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে উঠবে। বাজারে এলেই দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!