• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পেসার ছাড়াই টেস্ট ম্যাচ কী ভাবছেন ওয়ালশ?


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৮, ০৯:০২ পিএম
পেসার ছাড়াই টেস্ট ম্যাচ কী ভাবছেন ওয়ালশ?

ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম টেস্টে সবেধন নীলমনি মোস্তাফিজুর রহমান ছিলেন। ঢাকা টেস্টে একজন পেসারও ছিলেন না বাংলাদেশ দলে। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এমনটি আর কখনো দেখা যায়নি। দুই টেস্টে ৪০ উইকেটের সবগুলোই গেছে স্পিনারদের পকেটে। অথচ বাংলাদেশের সঙ্গে রয়েছেন একজন কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার। কোর্টনি ওয়ালশ। দুই টেস্টের সিরিজে অনেকটাই দর্শকের ভুমিকায় ছিলেন এই কিংবদন্তি।

বাংলাদেশের বাস্তবতায় এতে সমস্যা দেখছেন না ওয়ালশ। একদা ওয়েস্ট ইন্ডিজের সোনালীযুগের উদাহরণ টেনে তিনি বললেন, ‘আমাদের লক্ষ্য তো টেস্ট জয়। যে ধরনের উইকেটে আমরা খেলছি, সেই উইকেটে ম্যাচ জয়ের মতো কম্বিনেশনই বেছে নিতে হবে আমাদের। আমি এতে সবসময়ই খুশি। একসময় ওয়েস্ট ইন্ডিজ যখন রাজত্ব করত, চার ফাস্ট বোলার খেলাতো তারা। এখন বাংলাদেশ চার স্পিনার নিয়ে দাপট দেখাচ্ছে। এটাই ধারা। উইকেট তো পেস বোলিং বান্ধব ছিল না একটুও। আমাদের মনে হয়েছে, এখানে স্পিনারদের ভূমিকাই বড় থাকবে এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি প্রমাণিত হয়েছে।’

পেস বোলারদের গুরুত্ব কমে গেছে বা অবহেলা করা হচ্ছে-এমন ভাবনার সঙ্গে একমত নন ওয়ালশ। তাঁর মতে, ‘ট্যাকটিক্যালি আমরা চেয়েছিলাম, ম্যাচ ও সিরিজ জিততে বেশি স্পিনার খেলাতে। সেটি অর্জিত হয়েছে। মূল লক্ষ্য পূরণ হয়েছে। ছেলেরা ভালো খেলেছে। জয়টা এমনিতে খুব সহজ মনে হতে পারে। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দুটি দিন ছিল দারুণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দারুণ খেলেই জিতেছে।’

এটাও ঠিক যে ঘরের মাঠে খেলতে না পেরে হতাশ হতে পারেন পেসাররা। সেটি মেনে নিয়েই আশার আলো দেখালেন কোচ। ওয়ালশের ভাষায়, ‘খেলতে না পেরে ওরা হতাশ হতে পারে। তবে এটাই দুনিয়ার শেষ নয় বা পথের শেষ নয়। একটা টেস্ট সিরিজ জিতেছি আমরা, দলের জন্য সবকিছু খুব ভালো গিয়েছে। মানসিকভাবে পেসারদের এখন শক্ত থাকবে হবে, অনুশীলনে আরো মনোযোগী হতে হবে। সামনেই ওয়ানডে আসছে, এরপর নিউজিল্যান্ড সফর। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, ‘ওকে, আমাকে টেস্ট ম্যাচে নেওয়া হয়নি, কিন্তু আমি এটা নিশ্চিত করব যেন এর পুনরাবৃত্তি না হয়। পেস বান্ধব উইকেট হলে যেন দলে প্রথম নামটি আমারই থাকে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!