• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পেসার রুবেলের নেতৃত্বে বিসিবি একাদশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৮, ০৭:০৫ পিএম
পেসার রুবেলের নেতৃত্বে বিসিবি একাদশ

ছবি: সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে অধিনায়ক হিসাবে অভিষেক হয় রুবেল হোসেনের। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশকে নেতৃত্ব দেবেন এই পেসার। ১৮ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবে।

প্রস্তুতি ম্যাচের পর সফরে বাংলাদেশের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা। ২২ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

বিসিবি একাদশ: রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন চৌধুরি, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন ও রিসাদ আহমেদ।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুবেল হোসেনের। এ পর্যন্ত ২৬টি টেস্ট খেলে ৩৩টি উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৯৩ ওয়ানডে ম্যাচ খেলে ১১৮ উইকেট এবং ২৭ টি-টোয়েন্টি খেলে ২৮টি উইকেট পেয়েছেন রুবেল।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!