• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেসারদের বোলিং বৈচিত্র্যে নজর দিতে বললেন ওয়ালশ


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২২, ২০১৯, ০৮:৪৭ পিএম
পেসারদের বোলিং বৈচিত্র্যে নজর দিতে বললেন ওয়ালশ

ঢাকা: বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেল সোমবার থেকে। ইংল্যান্ডের বিশ্বকাপ। তাই পেসার একটু বেশিই সুবিধা পাওয়ার কথা। তবে দিন বদলেছে। আগের মতো এখন আর ইংলিশ কণ্ডিশনে পেসাররা সুবিধা পায় না। তারপরও এই কণ্ডিশনে ভালো করতে হলে পেসারদের ভুমিকা নিতে হবে। বাংলাদেশ দলের বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তিও তাই মনে করছেন।

বাংলাদেশের বিশ্বকাপ দলে পেসার আছেন পাঁচ জন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আবু জায়েদ। ইংল্যান্ডের মাটিতে ভালো করতে হলে শুধু পেসের ওপর নির্ভর করলে হবে না বৈচিত্র্য বাড়াতে হবে। ওয়ালশ সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইংল্যান্ডের পিচ এখন ব্যাটিং সহায়ক। সে জায়গায় ভালো করতে হলে বোলিং বৈচিত্র্যের বিকল্প নেই। ব্যাটিং সহায়ক পিচে প্রচুর রান হবে। সে জন্য সব রকম বোলিং বৈচিত্র্যের ওপর জোর দিতে হবে। আমাদের দলে সব ধরনের বৈচিত্র্যময় বোলার আছে, যেটি ইংল্যান্ডে আমাদের বেশ সহায়তা করবে।’

ওয়ালশ যখন খেলতেন তখন ইংল্যান্ডের পিচ ছিল অন্যরকম। বোলাররাই বেশি সুবিধা পেত। সেই সময়কার কথা উল্লেখ করে ওয়ালশ বলছেন, ‘আমাদের সময়ে পিচগুলো বোলিং সহায়ক ছিল। কিন্তু এখন পিচগুলো ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। এখন ভালো করতে হলে যেমন রান আটকে রাখতে হবে, তেমনি বলের পেস নিয়ে কাজ করতে হবে। এমন একটা অবস্থা তৈরি করতে হবে, যাতে ব্যাটসম্যান নিজের ওপর চাপ নিয়ে উইকেট খুইয়ে ফেলে। ওয়াইড ইয়র্কার, স্লোয়ার বাউন্সার, স্ট্যাম্প টু স্ট্যাম্প বোলিং-যা করে ব্যাটসম্যানকে আটকে রাখা যায় তাই করতে হবে। আয়ারল্যান্ডে বলের বৈচিত্র্য নিয়ে কাজ করাই হবে মূল ফোকাস।’

বোলিং বৈচিত্র্ দিয়ে ব্যাটসম্যানকে বোকা বানিয়ে আউট করতে হবে। সে জন্য বোলারদের বুদ্ধি খাটিয়ে বল করার পরামর্শ দিচ্ছেন ওয়ালশ, ‘কন্ডিশন ও উইকেট ভালোভাবে বুঝতে হবে। কখন সুইং হবে কিংবা হবে না, তা যদি ধরতে পারি তবেই ভালো করা সম্ভব হবে। সবাই তাদের শক্তিমত্তার ব্যাপারে জানে। নিজেদের শক্তিমত্তা কাজে না লাগাতে পারলে ভালো করা বেশ কঠিন হবে। দ্রুত ব্রেক থ্রু পাওয়া কিংবা দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলেই ম্যাচে ভালো করা সম্ভব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!