• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পোলার আইসক্রিমকে লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০১৯, ০৯:০৬ পিএম
পোলার আইসক্রিমকে লাখ টাকা জরিমানা

ঢাকা: মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করায় পোলার আইসক্রিমকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁও পোলার আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশুদের অতি প্রিয় পোলার আইসক্রিমের ফ্যাক্টরিতে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। রিএজেন্ট দিয়ে আইসক্রিমে গুণগত মানসহ বিভিন্ন রাসায়নিক পরীক্ষায় ব্যবহার হয়।

তিনি আরো বলেন, যদি মান পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার হয় তাহলে সেই ফল পজেটিভ আসার কথা নয়। এ অপরাধে পোলার আইসক্রিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।

পোলার আইসক্রিম ছাড়াও তেজগাঁও শিল্প এলাকায় তিনটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে তাজ ফার্মাকে ২০ হাজার টাকা, খান ফার্মেসিকে ২০ হাজার এবং ইনসাফ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। এছাড়া এপিবিএন-১ এর সদস্যরা অভিযানের সার্বিক সহযোগিতা করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!