• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২০, ০২:২১ পিএম
পোশাক শ্রমিকদের বেতন ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে

ঢাকা: আগামী ১৬ এপ্রিলের মধ্যেই শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশোধ করা হবে। সোমবার রাতে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর এক যৌথ ঘোষণায় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কারখানা মালিকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান যৌথভাবে এই ঘোষণা দেন।

এই ঘোষণায় বিশেষ জরুরি প্রয়োজনে কিছু কারখানা খোলা রাখার সুযোগ রাখা হয়েছে। যে সব কারখানায় জরুরি রপ্তানি আদেশের কাজ রয়েছে এবং যে সব কারখানায় করোনা থেকে সুরক্ষাসামগ্রী পিপিই, মাস্ক তৈরি হচ্ছে সে সব কারখানা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা যাবে। 

তবে খোলা রাখার জন্য শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং স্ব স্ব সংগঠন বিজিএমইএ কিংবা বিকেএমইএর অনুমতি নিতে হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!