• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘পোড়ামন ২’ নতুন রেকর্ড, পঞ্চম সপ্তাহে ৮৭ হলে!


বাবুল হৃদয় জুলাই ১২, ২০১৮, ০৫:০৫ পিএম
‘পোড়ামন ২’ নতুন রেকর্ড, পঞ্চম সপ্তাহে  ৮৭ হলে!

‘পোড়ামন- ২ ’ সিনেমায় সিয়াম ও পূজা চেরি

ঢাকা: নতুন রেকর্ড গড়ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ঈদের সিনেমা ‘পোড়ামন ২’।  সিনেমাটি পঞ্চম সপ্তাহে এসে ৮৭ হলে চলছে। বিষয়টি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানিটির পক্ষ থেকে বলা এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ‘পোড়ামন ২’ এই ঈদের ১নং সিনেমা এবং দর্শক চাহিদার শীর্ষে ।  তাই ৫ম সপ্তাহে এসেও হল সংখ্যা বেড়েছে । সারা দেশের সকল বড় বড় ৮৩টি সিনেমা হলে চলছে ‘পোড়ামন ২’ । 

ঈদে বাংলাদেশে ২২টি সিনেমা হলে মুক্তি পায় ‘পোড়ামন ২’। রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা প্রমুখ। সিনেমাটি মুক্তির পর ব্যপক প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় সিনেমাটির দর্শক সংখ্যা দিনদিন বাড়ছে।

‘পোড়ামন- ২ ’ সিনেমায় সিয়াম ও পূজা চেরি

যে ৮৭ হলে চলছে ‘পোড়ামন ২’ 

১। বলাকা সিনেওয়ার্ল্ড : ১০:৩০, ১:৩০, ৩:৩০, ৬:৩০
২।শ্যামলী সিনেমা : ১২:০০, ২:৪০, ৫:৩০, ৬:৩০
৩।স্টার সিনেপ্লেক্স : ১০:৩০, ১:৩০, ৪:৩০, ৭:৩০
৪।যমুনা ব্লকবাস্টার : ১১:৩০, ১:০০, ৩:৩০, ৭:১৫
৫।মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া

 তৃতীয় সপ্তাহ

৬।মধুমিতা সিনেমা, ঢাকা
৭। রানীমহল সিনেমা , ডেমরা
৮।নিউ মেট্টো সিনেমা , নারায়ণগঞ্জ
৯।সেনা অডিটরিয়াম , সাভার
১০।শাপলা সিনেমা , রংপুর
১১। শঙ্খ সিনেমা, খুলনা 
১২। চিত্রালী সিনেমা , খুলনা 
১৩। মমতাজ সিনেমা , সিরাজগঞ্জ
১৪। মর্ডান সিনেমা, দিনাজপুর
১৫। বনানী সিনেমা , কুষ্টিয়া 
১৬। ছায়াবানী সিনেমা, ময়মনসিংহ 
১৭। ঝংকার সিনেমা , পাচদোনা
১৮। কেয়া সিনেমা, টাঙ্গাইল 
১৯। কল্লোল সিনেমা, মধুপুর
২০। বনলতা সিনেমা, ফরিদপুর
২১। প্রীতি সিনেমা, আগলা 
২২। রাজিয়া সিনেমা , নাগরপুর

দ্বিতীয় সপ্তাহ
২৩। সনি সিনেমা , ঢাকা
২৪। সেনা সিনেমা , ঢাকা
২৫। চিত্রামহল সিনেমা, ঢাকা 
২৬। এশিয়া সিনেমা , ঢাকা
২৭। পুনম সিনেমা, ঢাকা
২৮। চাঁদমহল সিনেমা, কাচপুর 
২৯। পান্না সিনেমা , মুক্তারপুর 
৩০। ফিরোজমহল সিনেমা, পাগলা 
৩১। চলন্তিকা সিনেমা , গোপালদী 
৩২। ছন্দা সিনেমা, পটিয়া
৩৩। বৈশাখী সিনেমা , বাউফল
৩৪। গ্যারিশন সিনেমা , কুমিল্লা ক্যান্টনম্যান্ট
৩৫। হ্যাপী সিনেমা , লক্ষীপুর
৩৬। হিরক সিনেমা , গোবিন্দগঞ্জ 
৩৭। ঝর্না সিনেমা , দাউদকান্দি
৩৮। কথাচিত্র সিনেমা , কটিয়াদি 
৩৯। মধুমিতা সিনেমা, মাগুরা
৪০। মধুমতি সিনেমা, ভৈরব 
৪১। মোহনা সিনেমা, কোনাবাড়ি 
৪২। মূয়ূরী সিনেমা, বাগাআছড়া
৪৩। মনোয়ার সিনেমা, জামালপুর
৪৪। মুন সিনেমা, হোমনা
৪৫। নিউ- রজনীগন্ধ্যা সিনেমা, চালা 
৪৬। পালকী সিনেমা , চান্দিনা
৪৭। আয়না সিনেমা, আক্কেলপুর 
৪৮। পৃথিবী সিনেমা, জয়পুরহাট
৪৯। প্রিয়া সিনেমা, ঝিনাইদহ
৫০। প্রতিভা সিনেমা, রাজৈর 
৫১। আলমাস সিনেমা, চট্টগ্রাম
৫২। রংধনু সিনেমা, নজিপুর
৫৩। রাজমনি সিনেমা, বোরাহানুদ্দিন
৫৪। রূপকথা সিনেমা, পাবনা
৫৫। রূপসী সিনেমা, ভোলা 
৫৬। সঙ্গীতা সিনেমা, সাতক্ষীরা 
৫৭। অবশর সিনেমা, বিরামপুর
৫৮। সিক্তা সিনেমা, ধুনট
৫৯। সোনিয়া সিনেমা, বগুড়া
৬০। অবকাশ সিনেমা, ফুলবাড়ি
৬১। তিতাস সিনেমা, পটুয়াখালী 
৬২। উপহার সিনেমা, রাজশাহী 
৬৩। ভিক্টোরিয়া সিনেমা, শ্রীমঙ্গল

শুক্রবার থেকে চলছে (১ম সপ্তাহ)


৬৪। মুক্তি সিনেমা, ঢাকা  ৬৫। চম্পাকলি সিনেমা, টঙ্গী  ৬৬। নবীন সিনেমা , মানিকগঞ্জ  ৬৭। রুপালী সিনেমা, কুমিল্লা ৬৮। তামান্না সিনেমা, সৈয়দপুর ৬৯। বর্নালী সিনেমা, শাহজাদপুর ৭০। বি.জি.বি সিনেমা, সিলেট ৭১। সাধনা সিনেমা, রাজবাড়ী  ৭২। মিলন , মাদারীপুর  ৭৩। পান্না সিনেমা, চুয়াডাঙ্গা  ৭৪। মুন সিনেমা, মুক্তাগাছা ৭৫। মল্লিকা সিনেমা, উল্লাহপাড়া  ৭৬। মনোরমা সিনেমা, কাপাসিয়া  ৭৭ । মোহন সিনেমা, হবিগঞ্জ ৭৮। রেনেসা সিনেমা, সখিপুর  ৭৯। বুলবুল সিনেমা, চিতলমারি  ৮০। ঝংকার সিনেমা, বক্সীগঞ্জ  ৮১। আলতা সিনেমা, সরিষাবাড়ি  ৮২। আলোছায়া সিনেমা, শরীয়তপুর  ৮৩। সাগর সিনেমা, কালিয়াকৈর ৮৪। দিনান্ত , কেশরহাট ৮৫।বর্নালী , নোয়াপাড়া ৮৬। ছন্দা , হাসনাবাদ ৮৭। গ্যারিশন , দয়ারামপুর

‘পোড়ামন- ২ ’ সিনেমায় পোস্টার

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!