• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পৌনে ১০ লাখ টাকার হেরোইন জব্দ : আটক ১


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৯, ২০১৮, ০৭:৪৪ পিএম
পৌনে ১০ লাখ টাকার হেরোইন জব্দ : আটক ১

ছবি: সোনালীনিউজ

চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৩ হাজার ২৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় একজনকে আটক করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক সোমবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার বিকাল ৫টায় জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের কানসাট-মনাকষাগামী পাকা রাস্তার পশ্চিমে আলকাস মোল্লার আম বাগানে অভিযান পরিচালনা করে।

এ সময় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের দায়ে উপজেলার তারাপুর ঠুটাপাড়া এলাকার মৃত মানিকের ছেলে মাদক ব্যবসায়ী কবির হোসেন (৩১) কে পৌনে ১০ লাখ টাকার ৩ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী কবির দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!