• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্যারিসে সংস্কিতিক মন্ত্রী কে এম খালিদের সাথে প্রবাসীদের সাক্ষাৎ


নিউজ ডেস্ক জুন ১০, ২০১৯, ০৫:৩২ পিএম
প্যারিসে সংস্কিতিক মন্ত্রী কে এম খালিদের সাথে প্রবাসীদের সাক্ষাৎ

ঢাকা : প্রবাসীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্যারিসে সফররত বাংলাদেশ সরকারের সংস্কিতিক মন্ত্রী কে এম খালিদ।

মন্ত্রী সস্ত্রীক শুক্রবার (৭ জুন ) ফ্রান্সের আলফোর্টভিল ছাত্রলীগীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা রুহান আহমদ চৌধুরীর আলফোর্টভিলস্থ বাসায় পারিবারিক সাক্ষাতে যান।

এ সময় মাননীয় মন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা জানান আলফোর্টভিল ছাত্রলীগীগের প্রতিষ্ঠাতা সভাপতি রুহান  আহমদ চৌধুরী, সংস্কিতিক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামালের সহোদর রুবেল আহমদ, আলফোর্টভিল যুবলীগেরগের প্রতিষ্ঠাতা সভাপতি তামিম আহমদ প্রমুখ।

এসময়  ফ্রান্স বাংলাদেশ দূতালয়ের দিলারা হোসাইন,প্রবাসী মন্ত্রণালয়ের কর্মকতা মনির হোসেন চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী রুহান আহমদ চৌধুরীর সাথে পারিবারিক কুশল বিনিময়ের পর প্রবাসী রাজনীতি ও দেশের উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী প্রবাসে দেশের উন্নয়ন ও সস্কৃতি তুলে ধরতে  প্রবাসীদের প্রতি আহবান জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!