• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘তোমায় পাবো কি’


বিনোদন প্রতিনিধি জুলাই ১৫, ২০১৯, ০৬:৪০ পিএম
প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘তোমায় পাবো কি’

ঢাকা : শনিবার রাত ৯টায় প্রচারিত হতে যাচ্ছে  মেহরাব জাহিদের  রচনায় ফজলুল সেলিম পরিচালিত নাটক ‘তোমায় পাবো কি’ জে এস কামব্যাক  প্রডাকশন ৩৬০ ডিগ্রীর ব্যানারে নাটকটি এন টিভিতে প্রচারিত হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সারিকা, মনোজ কুমার, সাজ্জাদ  সাজু , সুবর্ণা মজুমদার, আবুল বাসার সহ আরো  অনেকে।

নাটক সূত্রে জানা যাই, গ্রাম থেকে সুহা শহরে চলে আসে আদনানের কাছে বিয়ে করার জন্য? আদনান এই বেকার সময়ে সুহাকে কোন ভাবে বিয়ে করতে চায় না। সুহার কথা তাকে বিয়ে না করলে যে কোন সময় বাবা আমার বিয়ে দিয়ে দিবে।

আদনান বাধ্য হয়ে সুহাকে বিয়ে করে তারপর সুহাকে গ্রামে পাঠিয়ে দেয়, যদি সুহার অন্য  জায়গায় বিয়ে দিতে চাইলে সুহা বলবে আমি আদনানকে বিয়ে করে ফেলছি। বিয়ের কিছু দিন পর আদনান গ্রামে যায় এবং লুকিয়ে লুকিয়ে দেখা করে কিন্তু  কয়েকদিন পর সুহার আর কোন খুঁজ পায়না। আদনান সুহাকে পাওয়ার আশায় বুক বেধেঁ আছে। এমনি গল্প নিয়ে ‘তোমায় পাবো কি’ নাটকটি নির্মান করা হয়েছে ।

এ ব্যাপারে পরিচালক ফজলুল সেলিম বলেন, আশা করি দর্শকরা নাটকটি দেখে খুব আনন্দ পাবে। আমি খুব যত্ন নিয়ে নাটকটি তৈরী করেছি। তাই সবাইকে নাটকটি দেখার আহ্বান জানানো হলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!