• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২০, ১০:৪৯ এএম
প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। তাকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফল ভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সংক্রমিত হওয়ার বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।

টুইট বার্তায় তিনি বলেন, অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করবো, যারা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!