• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতায় সুন্দরী বাছাই করবে রোবট বিচারক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৬, ১০:০৩ এএম
প্রতিযোগিতায় সুন্দরী বাছাই করবে রোবট বিচারক

সোনালীনিউজ ডেস্ক

সৌন্দর্য প্রতিযোগিতায় জুরির আসনে থাকবে রোবট? রোবটের চোখেই বিচার হবে সেরা সুন্দরীর? শুনতে অবাক লাগলেও, এ রকমই এক প্রতিযোগিতার আয়োজন করেছে একটি প্রতিষ্ঠান।
সুন্দরী প্রতিযোগিতা বলতে যে ধরনের ছবি আমাদের চোখে ভাসে, এখানে ব্যাপারটা অবশ্য তেমন নয়। অর্থাৎ রোবটেরা বসে আছে, আর তার সামনে দিয়ে নানা পোশাকে, নানা ভঙ্গিতে হেঁটে চলেছেন সুন্দরী প্রতিযোগিনীরা, ব্যাপারটা সেরকম নয়। 
আসলে প্রযুক্তির উন্নতিই এই প্রতিযোগিতার ইউএসপি। ‘ইনস্লিকো মেডিসিন’ নামক প্রতিষ্ঠানের সিইও মি. অ্যালেক্স ঝাভরনক, যিনি এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক, তিনি বিশদে জানিয়েছেন কীভাবে এই প্রতিযোগিতার বিচারক হচ্ছে রোবট। 
আসলে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে (beauty.ai) প্রতিযোগিনীরা তাদের সেলফি আপলোড করলে, অ্যাপটি তাঁর নিজস্ব সৌন্দর্যের ধারণা অনুযায়ী বেছে নেবে নানা বয়সের সুন্দরীদের। প্রযুক্তির উন্নতিকে সাধুবাদ জানিয়ে ঝাভরনক জানিয়েছেন, এখন সৌন্দর্য খুঁজে পেতে যন্ত্রও বিশেষ পারদর্শী।
সুতরাং এই প্রতিযোগিতার জয়ীরাই হয়ত বলতে পারবেন, রোবটের চোখে সেরা সুন্দরী তাঁরাই।

Wordbridge School
Link copied!