• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম জয় পেতে মিরাজের রাজশাহীর চাই ১১৮ রান


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৯, ২০১৯, ০৭:৫৫ পিএম
প্রথম জয় পেতে মিরাজের রাজশাহীর চাই ১১৮ রান

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে প্রথম জয় পেতে রাজশাহী কিংসের প্রয়োজন ১১৮ রান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৭ রান জমা করতে সক্ষম হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। দুই ম্যাচ খেলে এখনও জয়হীন রুপসা পাড়ের দলটি।

বুধবার (৯ জানুয়ারি) বিকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের অষ্টম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে ভাল সূচনাই করে দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও পল স্টারলিং। তাদের ৪০ রানের জুটি বিচ্ছিন্ন করেন মোস্তাফিজুর রহমান। ১৪ বলে ১৬ রান করে ফিজের বলে মুমিনুলের তালুবন্দি হয়ে বিদায় নেন আইরিশ ব্যাটসম্যান।  

এরপর মাত্র ৪ রানের ব্যবধানে মুল্যবান ৩টি উইকেট হারায় খুলনা। স্কোর বোর্ডে আর কোনও রান যোগ করার আগেই বিদায় নেন জুনায়েদ সিদ্দিকী। শ্রীলঙ্কান রিক্রুট পেসার ইসিরু উদানার বলে ফজলে মাহমুদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮ বলে ২৩ রান করেন জুনায়েদ। বিপর্যয় সামাল দিতে নেমে রানের খাতা খোলার আগেই আরাফাত সানির স্পিনে নীল হয়ে সাজঘরের পথ ধরেন জহুরুল ইসলাম অমি।

সেই ধাক্কা সামলে উঠার আগেই ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৬৪ রানে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে পারেননি খুলনার অধিনায়ক। দলের হাল ধরতে পারেননি আরিফুল হকও। কায়েস আহমেদের বলে ১২ রানে ফিরে যান তিনি। নিজের প্রথম ওভারেই ডেভিড মালানের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে ২২ রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ইনিংসের শেষ দিকে ডেভিড উইজ পুঁজি বাড়ানোর চেষ্টা করেন। অবশ্য ১৪ রান করে ইসুরু উদানার শিকার হন তিনি। শরীফুল ইসলাম রান আউট হয়ে বিদায় নেন। শেষ বলে শুভাশীষ রায়কে বোল্ড করেন উদানা। ফলে ১১৭ রান তুলতেই শেষ হয় নির্ধারিত ২০ ওভার। তখনও ৮ রানে অপরাজিত ছিলেন তাইজুল ইসলাম।

রাজশাহী কিংসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন উদানা। মোস্তাফিজ নিয়েছেন ২টি উইকেট।  

এরইমধ্যে দুইটি ম্যাচ খেলেছে খুলনা টাইটান্স। প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়লেও, দ্বিতীয় ম্যাচে পারেনি রুপসা পাড়ের দলটি। নিজেদের প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও, মাশরাফির রংপুর রাইডার্সের কাছে হেরে যায় মাহমুদুল্লার দল। দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটেসর স্পিন ভেলকিতে পাত্তাই পায়নি তারা।

অপরদিকে রাজশাহী কিংসের শুরুটাও ছিল দুর্বল। যেখানে ঢাকার বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানতে হয় মিরাজের দলকে। তাইতো অনুশীলনে ব্যাটিংয়ের উপর জোর দিয়েছে কোচ । দলে তেমন বিদেশী তারকা ক্রিকেটার না থাকলেও, দেশীয় তরুনদের উপর ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!