• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধে ভুটানের জালে ৩ গোল বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৮, ০৮:২৭ পিএম
প্রথমার্ধে ভুটানের জালে ৩ গোল বাংলাদেশের

ফাইল ছবি

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরেও কাঙ্ক্ষিত পথেই এগাচ্ছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ১৪-০ গোলে বির্ধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ চারের লড়াইয়েও সেই ধারা অব্যাহত রেখেছে মারিয়া-তহুরারা।  

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালেও দুর্দান্ত সূচনা করে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লাল সবুজরে কিশোরী ফুটবলাররা।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। গত বছরের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল লাল সবুজের জার্সিধারীরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!