• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির দায়িত্বে মোহাম্মদ ইমান আলী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৮, ০৩:৩০ পিএম
প্রধান বিচারপতির দায়িত্বে মোহাম্মদ ইমান আলী

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতির বিদেশ যাত্রার তারিখ থেকে পুনরায় সক্রিয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।

এদিকে শনিবার বেলা ১২টার দিকে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আগামী ২৫ নভেম্বরের জন্য প্রকাশিত মামলার কার্যতালিকায় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চে বিচারিক কার্যক্রম চালাবেন বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: বাসস


সোনলীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!