• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
আসন বণ্টন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন এরশাদ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৮, ০৮:১৩ পিএম
প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে কথা বলার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিকাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এ চিঠি পৌঁছে দেন। আওয়ামী লীগ সভাপতির পক্ষে চিঠিটি গ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সুনীল শুভ রায় বলেন, ‘মাত্র তো চিঠি দিলাম। আশা করছি খুব দ্রুত জাপা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য সময় দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!