• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০ টাকা পেলেন কোটিপতি কৃষক লীগ নেতা


রাজশাহী প্রতিনিধি মে ২৪, ২০২০, ১১:৫৮ এএম
প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০ টাকা পেলেন কোটিপতি কৃষক লীগ নেতা

রাজশাহী: করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২৫০০ টাকা পেয়েছেন রাজশাহীর কোটিপতি এক কৃষক লীগ নেতা। কৃষক লীগ নেতা মুর্শিদ কামাল রানা নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগর কৃষক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর বাজারে প্রায় ১০ কাঠা জমির ওপর ‘সরকার প্লাজা’ নামে এই কৃষক লীগ নেতার একটি ভবন রয়েছে। সেই ভবনের মার্কেট থেকেই মাসে লাখ টাকা ভাড়া তোলেন তিনি। এর বাইরেও ঠিকাদারি ব্যবসা করেন তিনি।

রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম জানান, মুর্শিদ কামাল রানা তার কমিটির পাঁচ নম্বর সহ-সভাপতি। তিনি একজন সচ্ছল মানুষ। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়ার বিষয়টি তিনিও জানেন। হতদরিদ্রদের তালিকায় কীভাবে তার নাম এলো, তা বোঝা যাচ্ছে না।

মোবাইল ব্যাংকিংয়ে ২৫০০ টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কৃষক লীগ নেতা মুর্শিদ কামাল রানা। তিনি বলেন, তার মোবাইলে ছয়দিন আগে এই বার্তাটি ঢুকেছে। কিন্তু কীভাবে তার নাম তালিকায় গেল তিনি বুঝতে পারছেন না। তিনি তার নাম কাউকে দিতেও বলেননি। ঈদের পর টাকা তুলে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফেরত পাঠাবেন।

ওই কৃষক লীগ নেতার বাড়ি সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানকার কাউন্সিলর মো. নুরুজ্জামান জানান, তিনি ওয়ার্ডের ১৪৫০ জনের তালিকা তৈরি করেছেন। এর মধ্যে কীভাবে একজন কোটিপতি ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত হয়েছে তিনি জানেন না। তবে বিষয়টি জানার পর তিনি তালিকায় নাম খুঁজে দেখেন। সেখানে তার নাম পাননি। কিন্তু তার ব্যক্তিগত ফোন নম্বরটির বিপরীতে একজন সংখ্যালঘু যুবকের নাম রয়েছে তালিকায়। কৃষক লীগ নেতার মার্কেটে কর্মরত কোনো কর্মচারী হয়তো তার নম্বরটি দিয়েছেন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!