• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রস্তুতিটা ভালোই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৮, ২০১৮, ০৪:৫২ পিএম
প্রস্তুতিটা ভালোই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের

ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট সিরিজ শুরুর আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। সেই সুযোগের সদ্ব্যবহার করছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রোববার দুইদিনের প্রস্তুতি ম্যাচে টস জিতেছিলেন ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। ব্যাটিং বেছে নিয়ে এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে জমা করেছে ২০০ রান।

শুরুটা একদমই ভালো হয়নি ক্যারিবীয়দের। ১১ রানের মাথায় অধিনায়ক ব্রেথওয়েটকে (৬) বোল্ড করেন শফিউল ইসলাম। এরপর কিয়েরন পাওয়েল ও শাই হোপ বিসিবি একাদশের বোলারদের হতাশাই উপহার দিয়েছেন। এই দুজন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১৬৩ রান। পাওয়ালকে জাকির হাসানের ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন ফজলে রাব্বি। তার আগে ১৪২ বলে ৭২ রানের ইনিংস খেলেন পাওয়েল। চার মেরেছেন ছয়টি, ছক্কা একটি।

৮৮ রানের রিটায়ার্ড হার্ট শাই হোপ। এই রান তিনি করেছেন ১১২ বলে ১০টি বাউন্ডারি আর তিন ছয়ের সৌজন্যে। দলীয় ২০০ রানে সুনীল আমব্রিসকে বোল্ড করেছেন নাঈম হাসান। শফিউল ২৩, ফজলে রাব্বি ১১ ও নাঈম ৬৪ রানে পেয়েছেন একটি করে উইকেট।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!