• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার তারিখ জানাল মাউশি ও ডিপিই


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২০, ১২:৫১ পিএম
প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষার তারিখ জানাল মাউশি ও ডিপিই

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

একই সাথে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও করোনার কারণে স্থগিত রয়েছে। বন্ধ রয়েছে কলেজে ভর্তির কার্যক্রম।

“আমরা সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বরে স্কুল খুললে ৩০ থেকে ৪০ শতাংশ সিলেবাস কমিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই বার্ষিক পরীক্ষা নেয়া হবে।”

তবে করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসে স্কুল-কলেজ খুলে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।

সেক্ষেত্রে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা নেয়ার কথা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর গোলাম ফারুক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

এ ব্যাপারে মাউশি মহাপরিচালক প্রফেসর গোলাম ফারুক জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেপ্টেম্বরে স্কুল খুললে ৩০ থেকে ৪০ শতাংশ সিলেবাস কমিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই বার্ষিক পরীক্ষা নেয়া হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!