• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক বিদ্যালয় নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য


সুনামগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২০, ০৫:২০ পিএম
প্রাথমিক বিদ্যালয় নিয়ে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য

সুনামগঞ্জ: দেশের অন্যান্য অঞ্চলের মতো হাওরের শিক্ষাব্যবস্থার উন্নয়নেও সরকার নজর দিচ্ছে। এ লক্ষ্যে হাওর অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১৭ জানুয়ারী) জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক গ্রামের মরহুম ফেরদৌসী ও আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার শিক্ষার ক্ষেত্রে আন্তরিক। এ সময় ফসল রক্ষা বাঁধ নিয়ে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসির বিষয়ে তামাশা চলবে না। কোনো পিআইসি ভুয়া বা অপ্রয়োজনীয় কী না সে বিষয়ে যাচাই-বাছাই চলবে। ভুয়া ধরা পড়লে সেই পিআইসি বাতিল করা হবে বলে সতর্ক করেন এম এ মান্নান। 

এ সরকার দিনমজুরের সরকার, কৃষকের সরকার মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের উন্নয়নে সবসময় কাজ করছেন। তিনি জানান,  হাওরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশুদ্ধ পানির জন্য প্রয়োজনীয় নলকূপ বসানোর ব্যবস্থা করা হবে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!