• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা জারি


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২০, ১২:৫৯ পিএম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা জারি

ঢাকা: বৈশ্বিক মহামারি (COVID-19)করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি জরুরি নির্দেশনা জারি করেছে।

শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, স্কুলগুলোতে চলমান কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিং করতে হবে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

স্কুল পরিদর্শনে সময়ে কার্যক্রম আবশ্যিকভাবে মনিটরিং করতে হবে৷

আর কাব-স্কাউটং কার্যক্রমের তথ্য পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করে নিয়মিতভাবে অধিদপ্তরে পাঠাতে হবে।

বুধবার (২৪ জুন) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সুত্র মতে, গত ১৭ মে বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সভায় মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিভাগীয় উপ-পরিচালক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিং করার নির্দেশনা দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জাতীয় উপ-কমিশনার ফসিউল্লাহকে অনুরোধ করা হয়েছিল।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!