• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে দফতরি পদ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়


আদালত প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৯, ০৮:৩১ এএম
প্রাথমিকে দফতরি পদ নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি বা প্রহরী পদে তিন বছরের বেশি সময় কর্মরতদের রাজস্ব খাতে স্থায়ীকরণে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত পৃথক পৃথক ছয়টি রিট পিটিশনের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার (১৪ অক্টোবর) প্রকাশ করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিচারকদের স্বাক্ষরের পর এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং একজন রিট পিটিশনার সাধন চন্দ্র বাড়ৈই সাংবাদিকদের রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।।

তিনি জানান, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক দফায় আউট সোর্সিং জনবল নিয়োগ নীতিমালায় প্রায় ২৭ হাজার লোক দফতরি বা নৈশ প্রহরী পদে নিয়োগ পেয়ে কাজ করছেন। এর মধ্যে ৯৩২ জন তাদের রাজস্ব খাতে নেয়ার নির্দেশনা ও আউট সোর্সিং নীতিমালা বিষয়ে হাইকোর্টে আলাদা আলাদাভাবে ছয়টি রিট পিটিশন দায়ের করেন। আদালত চূড়ান্ত শুনানি নিয়ে রুল জারি করেন। ওই রুল যথাযথ ঘোষণা করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!