• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাথমিকের ছাত্রী অনুরাধা স্থাপন করলো বিরল দৃষ্টান্ত


নোয়াখালী প্রতিনিধি এপ্রিল ৫, ২০২০, ০৫:৪৯ পিএম
প্রাথমিকের ছাত্রী অনুরাধা স্থাপন করলো বিরল দৃষ্টান্ত

নোয়াখালী : নোয়াখালীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী অনুরাধা করেনাভাইরাস প্রভাবে অসহায় পরিবারের জন্য তার সঞ্চয়কৃত টাকার ব্যাংক নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস’র কাছে হস্তান্তর করে।

রোববার (৫ এপ্রিল) অনুরাধা জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে এ টাকার ব্যাংক জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করে।

জেলা প্রশাসক টাকার ব্যাংক গ্রহণ করার পর নোয়াখালী ডিসি অফিস ফেইসবুক আইডিতে দু’টি ছবিসহ পোষ্টে  লিখেন, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অনুরাধার তিলে তিলে জমানো ব্যাংক জেলা প্রশাসকের নিকট হস্তান্তর।

নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানান, করোনা ভাইরাসে দেশের মানুষের মাঝে যে সংকট চলছে অনুরাধা টেলিভিশনেও বিভিন্ন খবর মাধ্যমে তা দেখে বিষয়টি তার মনে দাগ কাটে। তখন তার মনে ইচ্ছা জাগে তার জমানে টাকার ব্যাংকের টাকা গুলো গরিব অসহায় মানুষের মাঝে দান করার। পরে আজকে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার মাকে নিয়ে আমার অফিসে আসে। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এ টাকা তুমি নিজেও দিতে পারতে।

উত্তরে সে জানিয়েছে, এ টাকা দিয়ে বেশি লোককে সাহায্য করা যাবে না। কিন্তু সবার সাথে এক সাথে সাহায্য করলে এটা অনেক বেশি অসহায় মানুষে পাবে।

সোনালীনিউজ/এমআরএম/এএস

Wordbridge School
Link copied!